শিলিগুড়ির নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
TODAYS বাংলা: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায়, ৩৩ নং ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। আজ মেয়র গৌতম দেবের উদ্যেগেই আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের।এখানে আজ প্রায় তিনশো জন রক্তদাতা রক্তদান শিবিরে যোগদান করেন।

মেয়র এদিন জানান রক্ত প্রতি মুহূর্তে এবং সবসময় প্রয়োজন। আর রক্ত এমন একটা জিনিস যে কার কখন দরকার পড়ে যাবে কেউ বলতে পারবে না। যারা যারা আজ রক্তদান করলেন তারা সমাজের উপকারই করলেন। এদিন এই রক্তদান শিবিরে প্রায় একশো জন বহিরাগত রক্তদান করেন। তাদের হাতে শংশাপত্র এবং খাবার নিজেই তুলে দেন শিলিগুড়ি শহরের মেয়র এবং তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলার শ্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।