শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের আগেই শক্তিশালী হচ্ছে শাসকদল
TODAYS বাংলা : শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে ক্রমাগত সংগঠনকে শক্তিশালী করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মহকুমা পরিষদের নির্বাচন এগিয়ে আসতেই বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি চলছে।

সোমবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১৪৫টি পরিবার। নকশালবাড়ির মনিরাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঢাকনা কলোনিতে এই যোগদান কর্মসূচি পালন করা হয়। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়।

এই যোগদান কর্মসূচিতে দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা কিষাণ ক্ষেতমজুর সভাপতি অমর সিনহা, নকশালবাড়ি ব্লক২ সভাপতি পৃথ্বীশ রায়, যুব সভাপতি অরুণ ঘোষ, ভানু বর্মন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাপিয়া ঘোষ জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে শাসক শিবিরে এই যোগদান দলকে এডভান্টেজ জোগাবে।

পাপিয়া ঘোষ বলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মতন এবার মহকুমা পরিষদের নির্বাচনে তৃণমূল জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।তিনি আরো জানান আগামী দিনে অন্যান্য জায়গার মতন তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি মহকুমা পরিষদ ও দখল করবে।এখন সব মানুষই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে চলতে ভরসা এবং বিশ্বাস করছেন।

কারন পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি জানালেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ।