শিলিগুড়ির বঙ্গভবন পরিদর্শনে মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: শিলিগুড়ির বঙ্গভবনে আজ পরিদর্শনে মেয়র গৌতম দেব।আজ তিনি ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি শ্রাবনী দত্তের সাথে গোটা কিরন চন্দ্র ভবন পরিদর্শন করেন। তিনি জানান এই ভবন শিলিগুড়ির গর্ব। সরকারি ভবন হওয়ার কারনে এই ভবন নানান সুবিধা দেয় যারাএই ভবন ঠিক করতে আসেন।

এই ভবন ঠিক হলে বহু মানুষের সুবিধা হবে। অনেক অনেক কম টাকায় এই ভবনে অনুষ্ঠান করা হবে। তাই এই ভবনের কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে আমি নজর রাখছি। ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং কমল আগরওয়াল ছাড়াও এই মিটিং এ উপস্থিত ছিলেন 14নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত এবং অন্যান্য কাউন্সিলারেরা।