শিলিগুড়ির ২৫নং ওয়ার্ডে আছ কাউন্সিলার যতন সাহার উদ্যেগে সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল
TODAYS বাংলা: শিলিগুড়ির ২৫নং ওয়ার্ডে আছ কাউন্সিলার যতন সাহার উদ্যেগে সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এছারা প্রতিবন্ধীদের হুইল চেয়ারেরও ব্যাবস্থা করা হয়। কাউন্সিলার যতন সাহার উদ্যেগে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এই রক্তদান শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। পরে জেলা সভাপতি জানান ডেঙ্গুর সময়ে রক্ত দরকার প্রচুর। যারা যারা রক্ত দিচ্ছেন কিংবা দিলেন আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং শুভকামনা রইল তাদের জন্য।

সবাই মিলে যদি আমরা রক্ত দান করি তবেই আমরা অনেক রোগের সাথে লড়াই করে যাব।আমি মনে করি রক্তদান একটি মহৎ কাজ আর আমরা সেই কাজের অংশীদার।