শিলিগুড়ির ৫নং ওয়ার্ডে water plant পরিদর্শন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির ৫নং ওয়ার্ডে water plant পরিদর্শন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ।শিলিগুড়ির ৫ নং ওয়ার্ডের এই অভিযোগ নিয়ে অনেকেই বিধায়ককে চিঠি করেছিলেন।আজ তার পরিদর্শনে চলে আসেন শিলিগুড়ির বিধায়ক।তিনি জানান শিলিগুড়িতে জলের সমস্যা অনেক। মানুষের অনেক দিন থেকেই অভিযোগ ছিল। আজকে একবার ঘুরে গেলাম।

ওয়ার্ডের মানুষেরা জানালেন কেউ আসেন না।আর মানুষ কষ্ট পাচ্ছেন।দেখি নিজের তহবিল থেকে এই জলের জন্য কিছু করা যায় কি না। এদিন বিধায়ক জানান আমি নির্দেশ দিয়েছি আমার সহকর্মীরা কাজ করবে। তৃণমূল কোন কাজই করছে না।তাই আমাদের মাঠে নামতে হল। মানুষের জন্য সবসময় আছে বিজেপী। আমি চাই শহর শিলিগুড়ির মানুষ পরিশ্রুত জল পান করুক।