শিলিগুড়ি রেফারিস এন্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৮ জন রেফারি এবং আম্পায়ারদের মধ্যে ব্লেজার বিতরণ অনুষ্ঠান
TODAYS বাংলা: শিলিগুড়ি রেফারিস এন্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৮ জন রেফারি এবং আম্পায়ারদের মধ্যে ব্লেজার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে।এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের লক্ষ শুধুমাত্র খেলোয়ারদের সাথেই থাকে, কিন্তুু যারা খেলা পরিচালনা করেন তারা আড়ালেই থেকে যান।তারা যাতে পরিচালনা করতে উৎসাহ পান সেকারনেই আজ তাদের উৎসাহ দেওয়ার জন্য আজ এই বিতরনী অনুষ্ঠান।

আজ কেন আগামীতেও শিলিগুড়ি পুর কর্পোরেশন এই রেফারি এবং আম্পেয়ারদের সাথে থাকবে। আমরা শুধুমাত্র ওদের পাশেই থাকবো না ভবিষ্যতে যাতে আরো রেফারি এবং আম্পেয়ার খেলা পরিচালনা করতে উঠে আসে সেটাও দেখব আমরা জানালেন মেয়র।