শিশুর মস্তিষ্ক বিকাশ ও পঠনপাঠনের প্রতি ভালোবাসা বাড়াতে বিশেষ কর্মশালা আয়োজিত হল আজ বরদাকান্ত প্রাথমিক বিদ্যাপীঠে
TODAYS বাংলা: শিশুর মস্তিষ্ক বিকাশ ও পঠনপাঠনের প্রতি ভালোবাসা বাড়াতে বিশেষ কর্মশালা আয়োজিত হল আজ বরদাকান্ত প্রাথমিক বিদ্যাপীঠে । পাশাপাশি শিক্ষারত্নে ভূষিত অমিতাভ ঘোষ প্রাপ্ত অর্থ স্কুলের উন্নতি প্রকল্পে প্রদান করলেন ।
করোনাকালে দীর্ঘদিন লকডাউন থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের ব্যাঘাত ঘটেছে । এই ভাবনায় শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হল স্কুলের হল ঘরে । অতিথি হিসাবে উপস্থিত জেলা বিদ্যালয় পরির্দশক প্রাণতোষ মাইতি , স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নমিতা রায় প্রদীপ জ্জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ।

স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হয় । এই একই মঞ্চে চলতি বছর “শিক্ষারত্নে”ভূষিত অমিতাভ ঘোষ তার পুরষ্কারের প্রাপ্ত অর্থ স্কুলের উন্নতি প্রকল্পে প্রদান করেন । এই বিষয়ে তিনি আরো জানান উন্নয়ন এইভাবেই হবে।শিশুদের মনের বিকাশ হলে তবেই তাদের উন্নয়ন হবে।এবং একদিন তারা মানুষের মতন মানুষ হবে।