‘সংসদে এসেও পেশি দেখান’, রাহুল গান্ধীকে ঘিরে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের
‘সংসদে এসেও পেশি দেখান’, রাহুল গান্ধীকে ঘিরে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের। শুধু তাই নয়, রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ। সম্প্রতি সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। সংসদের মধ্যেই আহত হন বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। যাঁর অভিযোগ রাহুল গান্ধীর দিকেই। তিনি সেই অভিযোগ অস্বীকার করলেও এই বিষয় মুখ খুললেন কঙ্গনা। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সংসদে বিজেপি সাংসদদের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। তিনি সংসদেও নিজের হাতের পেশি দেখাতে আসেন। যেন কোনও জিমের প্রশিক্ষক। কোনও সম্মান নেই!’