সন্দীপ ঘোষের নার্কো নেস্ট করাতে চায় সিবিআই
TODAYS বাংলা: আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করল সিবিআই। শিয়ালদা আদালতে সিবিআই আবেদন পেশ করে জানিয়েছে, সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চায় তারা। এর আগে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চেয়ে আবেদন করেছিল সিবিআই, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা করানোর অনুমতি দেননি সঞ্জয় রায়।
সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই। তবে দেশে এত রাজ্য থাকতে গুজরাত কেন, সেই প্রশ্নের কোনও ব্যাখ্যা সিবিআই দিয়েছে বলে জানা যায়নি।