April 21, 2025 | Monday | 2:43 AM

সন্দীপ সংক্রান্ত তথ্য দিল্লিতে পাঠালো ইডি

0

TODAYS বাংলা: সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর (পুলিশ বা সিবিআইয়ের ক্ষেত্রে যা এফআইআর) দায়ের করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে মঙ্গলবার সকালেও সিবিআই দফতরে হাজিরা দিতে গেলেন সন্দীপ। সকাল ১০টা নাগাদ সিবিআই অফিসে প্রবেশ করেন তিনি।আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে রবিবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআইয়ের পৃথক পৃথক দল। বেলেঘাটায় সন্দীপের বাড়ি থেকে শুরু করে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম-সহ প্রায় ১৫ জনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *