সপ্তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে বিধান নগরের আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে আজ অনুষ্ঠিত হচ্ছে আয়ুর্বেদ খাদ্য উৎসব
TODAYS বাংলা: সপ্তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে বিধান নগরের আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে আজ অনুষ্ঠিত হচ্ছে আয়ুর্বেদ খাদ্য উৎসব। স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এবারের খাদ্য উৎসবের থিম, হর ঘর হর দিন আয়ুর্বেদ। রোগ প্রতিরোধের ক্ষেত্রে আয়ুর্বেদের ভূমিকা নিয়ে প্রচারের জন্য সারাদেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংস্থার নির্দেশক অনুপম মন্ডল সাংবাদিক বৈঠকে বলেন, শিশুরা ভালো থাকলে সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।


দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ভালো কাজ হলেও এ রাজ্যে তেমন সরকারি সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানালেন প্রকল্পের কো-অর্ডিনেটের ডঃ দীপসুন্দর সাহু।


ডক্টর সাহু বলেন, আয়ুর্বেদের প্রচারে গত ১২ই সেপ্টেম্বর থেকে শুরু করে এ মাসে ২৩ তারিখ পর্যন্ত এ রকম নানা কর্মসূচি চলবে। এদিনের উৎসবে গবেষণা কেন্দ্রের কর্মীরা আয়ুর্বেদ খাবার প্রস্তুতির একটি প্রতিযোগিতায় অংশ নেন।