April 26, 2025 | Saturday | 5:43 PM

সরস্বতী পূজার মন্ডপে ফুটে উঠলো মোহনবাগানের সেকাল ও একাল

0

মোহনবাগানের সেকাল আর একাল ইতি কথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পূজায় মাতলো বসিরহাটের আমরা ক’জন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সব সময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই সরস্বতী পূজায় মোহনবাগানের থিম তুলে ধরলো পূজা উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক’জনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল। যেখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই রকম টুর্নামেন্টের জয়ের উল্লাসের ছবি ধরা পড়লো এই পুজো প্রাঙ্গনে। মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে। পুজো অন‍্যতম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, “বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে মাঠমুখি হতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *