সিকিমে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের
TODAYS বাংলা: সিকিমে স্কাই ওয়ার্ক এর কাজ করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারালো জলপাইগুড়ির দুই শ্রমিক। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতো আজও কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নামে ভূমিধস, যার মধ্যে চাপা পড়ে যান চারজন শ্রমিক।

দ্রুত তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়, আরো দুইজনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। মৃত দুই শ্রমিকের নাম রবি রায় বয়স (৩০), সুধামা ওরাও বয়স (৪৫)। মোট আটজন শ্রমিক স্কাই ওয়ার্ক নির্মাণ কার্যে গিয়েছিলেন বলে জানা গেছে। এই আটজনের মধ্যে চারজন ভূমিধসে চাপা পড়ে যান, আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।