সিকিম ট্যুরিজেমের নয়া চমক
সিকিমের বাস ভাড়া আর নগদ পয়সায় নয়,অনলাইনে কাটা যাবে টিকিট। বাস ভাড়ার ক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাইজেশনের পথে হাঁটতে চলেছে সিকিম সরকার। বুকিং কাউন্টার থেকে বাস সর্বত্রই নিষিদ্ধ হতে চলেছে নগদ লেনদেন। সম্প্রতি এই বিষয় নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে পরিবহন দফতর। তাতে বলা হয়েছে আগাম টিকিট বুকিং থেকে শুরু করে বাসে উঠে টিকিট কাটা পর্যন্ত সব কিছুই এখন থেকে হবে অনলাইন।তবে সেটা কবে থেকে কার্যকর তা এখনও কার্যত স্পষ্ট নয়। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে সরকারি এই সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। কারণ এখনও একটা বড়ো সংখ্যক মানুষ এই ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত নয়। ফলে তাদের জন্য অন্য কোন বিকল্প ব্যবস্থা থাকবে কী না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিলিগুড়িতে ইতিমধ্যেই ‘শেয়ার ক্যাব’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর।এবার সরকারি বাসেও অনলাইন ব্যবস্থা কার্যকর করতে চাইছে সিকিম। পরিবহন সচিবের নির্দেশিকা অনুসারে এসএনটি’র গ্যান্টক ও শিলিগুড়ি ডিপ সহ সমস্ত কাউন্টারে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা কার্যকর করা হবে। কিউআর কোড স্ক্যান করে মেটাতে হবে টিকিটের দাম।