সুরুচি সংঘ- এর এবারের থিম ‘মা তোর একই অঙ্গে এতো রূপ’
TODAYS বাংলা: সুরুচি সংঘ এবারে ৭০তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “পৃথিবী আবার শান্ত হবে”। তবে এবারে তাদের থিম হল ‘মা তোর একই অঙ্গে এতো রূপ’। তাদের এই থিমের ভাবনার কারণ বাংলার বিভিন্ন অঞ্চলের শিল্পকলা ও হস্তশিল্প কে তুলে ধরা হয়েছে তাদের মন্ডপে। জুন থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন শান্তনু মাইতি এবং প্রেমেন্দু বিকাশ চাকী। শিল্পী হিসেবে গৌরাঙ্গ কুইলা।
