April 20, 2025 | Sunday | 7:24 PM

সোনা না রুপো? কোন জিনিস টি কিনলে হবে শ্রীবৃদ্ধি, জেনে নিন

0

Todays bangla :.গোটা ভারত জুড়ে শুরু হয়েছে দীপাবলির উৎসব, আর একই সঙ্গে পালিত হচ্ছে ধনতেরাস। ঐতিহ্য অনুযায়ী এই উৎসবে সোনা রুপোর জিনিস কেনা ছাড়ও বিভিন্ন জিনিস ক্রয় করা হয়। ধনতেরাসের দিন সোনা ও রুপো কিনলে বছর জুড়ে হয় শ্রীবৃদ্ধি। জানুন কোন জিনিস বিনিময় করলে ভাল লাভ হবে।

সোনা ও রুপো দুটি অনেক কার্যকারী। ধনতেরাসে সোনার চাহিদা ৬% বেড়েছিল। মেহেতা ইক্যুইটি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট রাহুল কালান্ত্রি জানিয়েছেন, “সোনার তুলনায় রুপোর দাম অনেকটাই কম হওয়ার, এ ক্ষেত্রে অনেকেই বিনিয়োগ করতে সক্ষম। আগামী বছরের সোনার চেয়ে রুপোর জনপ্রিয়তা ৮০% বাড়তে পারে। সোনার দাম ও রুপোর দামের উপর এই বিষয়টি নির্ভর করে। যারা সোনার বিনিয়োগ করতে অক্ষম তারা সোনার বদলে রুপোর বিনিয়োগ করতে পারেন
রুপো হল ইন্ডাস্ট্রিয়াল মেটাল এবং গ্রিন টেকনোলজির অংশ। কালান্ত্রিক জানিয়েছেন, “বিভিন্ন পরিকাঠামোর উপর রুপোর ব্যবহার বেশি বাড়তে চলেছে। ২০২৩সালের রুপোর চাহিদা ৫% বাড়বে। রুপো বিনিয়োগ করলে ভাল ফল পাওয়া যেতে পারে”।

বর্তমানে ১ আউন্স রুপোর দাম প্রায় ২২.৪০ ডলার, বেড়ে হতে পারে ২৭.০০ ডলার। বর্তমানে রুপোর দাম ৫১,৬০০ টাকা বেড়ে হতে পারে ৭৫,০০০ টাকা। সোনার দাম ৭৫ বেবিস পয়েন্ট বাড়তে পারে। বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিসার্চ করে থাকে। সোনা ও রুপো বিনিয়োগ করার আগে সেটি ভাল করে যাচাই করে নেওয়া উচিত। এর মধ্যে সোনা রুপোর ইটি এফ, মাইনিং স্টক, গোল্ড বন্ড, ডিজিটাল গোল্ড ইত্যাদি বিনিয়োগ করা যেতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *