সোনালী পার্ক স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি এর এবারের থিম “মা ‘য়ের খবর”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। সোনালী পার্ক স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি ৪১ বছরের পুরোনো পুজো। যাদের এই বছরের থিম ” মা ‘য়ের খবর”।

এই থিমের মাধ্যমে ধ্যানমগ্ন দেবী দুর্গা, প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। সমস্ত শক্তির আধার তিনি এবং আদি থেকে আধুনিক, যাবতীয় ঘটে চলার ঘটনার কেন্দ্রবিন্দু তিনিই । সকালে চায়ের টেবিলে কাগুজে খবর হোক, বা চ্যানেলের বুমে ভেসে আসা সংবাদ হোক, কিংবা হোক সোশ্যাল মিডিয়া … সবই যে মা’য়ের সৃষ্টি ! বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রবাহমানতা মা’য়ের আদি অনন্ত ত্রিনয়ন থেকেই। মা’য়ের ওম্ থেকেই খবরের সৃষ্টি। যিনি আমাদের জীবন ও নিয়তির বার্তা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। এই ভাবনাতেই মা’য়ের খবর সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আগের বছরের থিম ছিল চার দশকের সোনালী পার্কে সাকোটা দুলছে।, এবারে তাদের অভিনব ভাবনা। মন্ডপ তৈরির কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে ।তৃতিয়ার দিন ০৬/১০/২৪ এ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী মহোদয় অরূপ বিশ্বাস। প্রতিমা সজ্জায় এবং মন্ডপ সজ্জায় রয়েছেন অভিক ও শুভম এবং প্রশান্ত পাল। এই বছরে তারা প্রায় প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন। আসুন দেখা যাক ছবির মাধ্যমে তাদের মন্ডপের কিছু ঝলক।


