সৌরভ আর্থিক পুরস্কার ফিরিয়ে দিলেন মোহনবাগান ক্লাবকে
TODAYS বাংলা: ‘কলকাতা ময়দানই হৃৎপিন্ড।’ মোহনবাগান রত্ন সম্মান হাতে মঞ্চ থেকে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করতালিতে ফেটে পড়ল মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাবের সঙ্গে সৌরভের ইতিহাস নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। শুধু মোহনবাগান কেন, অপর প্রধান ইস্টবেঙ্গলের সঙ্গেও সৌরভের নিবিড় যোগ। কাকতলীয়ভাবে একই বছরে ময়দানের দুই প্রধান সৌরভকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল। ১ তারিখ ইস্টবেঙ্গল দিবসেও ভারতগৌরব সম্মান নিতে যাবেন সৌরভ। মোহনবাগান রত্ন ক্লাব ছেড়ে বেরনোর সময় জানাতে ভুললেন না।

সৌরভ আর্থিক পুরস্কার ক্লাবকে ফিরিয়ে দিলেন। মোহনবাগান রত্ন হিসেবে সাম্মানিক ২ লাখ টাকা ক্লাবে ইয়ুথ ডেভলপমেন্টের কাজে ব্যবহার হোক। চান সৌরভ। মহারাজের এই সিদ্ধান্ত ময়দানপ্রেমী মানুষের হৃদয় আবার জিতে নিল। মোহনবাগান রত্ন পেয়ে গর্বিত ভারতের প্রাক্তন অধিনায়ক।