স্কুল শিক্ষিকা থেকে মেকআপ আর্টিস্ট সোনালী চক্রবর্তী
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
সোনালী চক্রবর্তী মেকআপ আর্টিস্ট হিসাবে অনেকদিন হল কাজ করছেন। এখন বেশ অনেকটাই খ্যাতি লাভ করেছেন। তিনি এখন স্কুল শিক্ষিকার পাশাপাশি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করছেন। তার স্বপ্ন অনেকটাই বড়ো। তিনি চান তার লক্ষ্যে পৌঁছাতে।


তার স্বপ্ন একটি স্কুল তৈরি করার যেখানে পিছিয়ে পড়া বাচ্চারা পড়ার সুযোগ পাবেন। খুবই অনন্য ভাবনা তার। এছাড়া তিনি ছোটবেলা থেকেই সকলকে সাজাতে খুব ভালোবাসেন আর সেখান থেকেই তিনি এই মেকআপ আর্টিস্ট হওয়ার লক্ষ্য পেয়েছেন। তিনি নিজেই নিজের সবথেকে বড়ো সাপোর্ট। তিনি মনে করেন নিজে আত্ম বিশ্বাস হলো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চাবি।


TODAYS বাংলা- র পরবর্তী শ্যুট মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স এর ব্র্যান্ড শ্যুটে মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি থাকবেন