স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় উঠে এল রাজ্যের বিশ্ববিদ্যালয়
TODAYS বাংলা: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় উঠে এল রাজ্যের বিশ্ববিদ্যালয়
প্রকাশিত হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকা। সেই তালিকায় উঠে এল রাজ্যের নাম। তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪২ জন।

এর আগের বছরও তালিকায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এবছর ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছর যাদবপুরের মোট ২৯ জন গবেষক বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গবেষণার জন্য এই তালিকায় স্থান পেয়েছিল। এই তালিকায় স্থান পাওয়া সোজা নয়, সেক্ষেত্রে এই তালিকায় টানা দু’বছর থাকা মানে প্রতিষ্ঠানের মুকুট ধারন। যথারীতি বিশ্ববিদ্যালয়ের এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস।
এবিষয়ে সুরঞ্জন দাস বলেন, “এই তালিকায় কোন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আসতে পারেনি যাদবপুরের আগে। এই বছরের তালিকায় গত বছরের থেকে আরও এগিয়েছে যাদবপুর। যাদবপুরে যথেষ্ট আর্থিক সমস্যা আছে ঠিকই, তবে তা নিয়েই পঠনপাঠনের পাশাপাশি গবেষণার ক্ষেত্রে বিশ্বমানের হয়ে উঠতে পেরেছে এই বিশ্ববিদ্যালয়।”