April 23, 2025 | Wednesday | 7:12 PM

স্বাস্থ্য ভবনের দেওয়ালে প্রধান বিচারপতির বিরুদ্ধে নানান লেখা!

0

TODAYS বাংলা: গত দু’দিনেরও বেশি সম ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরও অনেক সাধারণ মানুষ। গতকাল রাতে দাবি করা হয়, সেখানে জমায়েতে প্রায় ১৫ হাজার প্রতিবাদী ছিলেন। এরই মাঝে এবার অভিযোগ উঠল, প্রতিবাদীরা স্বাস্থ্য ভবনের আশেপাশের জায়গায় দেওয়ালে বিভিন্ন সোগান লিখেছেন। সেখানে বিচারপতি চন্দ্রচূড়কে নিয়েও লেখা হয়েছে।  রিমিতা (@BombagorerRani) নামক তৃণমূলপন্থী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গকাল এক্স প্ল্যাটফর্মে তিনটি ছবি পোস্ট করেন। সেখনে তিনি দাবি করেন, এই ছবিগুলি স্বাস্থ্য ভবনের কাছে দেওয়ালের।

ক্যাপশনে তিনি লেখেন, ‘স্বাস্থ্য ভবনের সামনে দেওয়াল লিখন কারা লিখেছে নিশ্চই জানেন.. এখানে কলকাতার সিপি ছাড়াও মূখ্যমন্ত্রী ও সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি কে অপমান করা হয়েছে। আমি এদের কঠোর থেকে কঠোরতম সাজা দাবি করি..’ এদিকে সেই ছবিতে দেখা যাচ্ছে একটি দেওয়ালে লেখা, ‘কালিঘাটের ডাইনি তদন্ত করতে দেয়নি। রেপ কালচার হায় হায়। উৎশব।’ আরও একটি জায়গায় লেখা, ‘বিনীগ কোয়েল কুঃ কুঃ হাওয়াই চটি ওয়াক থু।’ এদিকে একটি জায়গায় লেখা ছিল- ‘এই চন্দ্র-চুপ।’ অপর একটি দেওয়ালে লেখা – ‘উৎসবে ফিরছি না, ঘাসফুল ছিঁড়ছি না’; দেওয়াল হোক যতই সাদা, ডাইনির মনে ততই কাদা; বিচার তুমি দেবে না, রাজপথ ছাড়ব না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *