হালস ,বাটলার যুগলবন্দি তে ফাইনালে ইংল্যান্ড সেমিফাইনালে আবার স্বপ্নভগ্ন ভারতের
TODAYS বাংলা: ইংল্যান্ডের কাছে ১০ উইকেট হারল ভারত।হালস আর বাটলার ঝরে খোরকুটের মতন উড়ে গেলেন ভারতীয় বোলার রা । পাওয়ার প্লে তেই ভারতীয় বোলিং কে তছনছ করলেন ইংল্যান্ডের ওপেনিং দুই ব্যাটম্যান।হালস করলেন ৪৭ বলে ৮৬ ।বাটলার করলেন ৪৯ বলে ৮০ ।প্রথমে ব্যাট করলে ভারত করে ২০ ওভারে ৬ উইকেট ১৬৮ ।হার্দিক করেন ৬৩ ও কোহলি ৫০ রান করেন ।

জবাবে ব্যাট করতে নেমে এসে ইংল্যান্ড পাওয়ার প্লে তে লক্ষ মাত্রার অনেক টা কাজ সেরে নেয়।ভুবনেশ্বর , অর্শদীপ সামি বোলিং কে ভোঁতা করে দেন ইংল্যান্ডের ওপেনার জুটি। রবিবার ফাইনালে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।১৯৯২ স্মৃতি ফেরাতে চাইছে পাকিস্তান।ইংল্যান্ড ও ৫০ ওভারে ২০১৯ বিশ্বকাপ জেতার পর ২০২২ টি ২০ বিশ্বকাপ জিততে মরিয়া।শাহীন আফ্রিদি ,বাবর আজম রা কি পারবে শিরোপা জিতলে নাকি বাটলার ,বেন স্টক এর হাতে উঠবে সেরার শিরোপা তা জানতে রবিবার পযন্ত অপেক্ষা করতেই হবে।