হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান ক্রমশঃ তীব্র হচ্ছে
TODAYS বাংলা: হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান ক্রমশঃ তীব্র হচ্ছে। সরকার এবং বিরোধী দলগুলির যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই, কংগ্রেস মুখপাত্র অলকা লাম্বা আজ বলেছেন, একমাত্র কংগ্রেসই পারে, রাজ্যের মানুষকে সামাজিক ন্যায় এবং উন্নয়ন দিতে।

হিমাচলের মানুষ, বিজেপির ভ্রান্ত নীতির ফলে সমস্যায় পড়েছেন বলে উল্লেখ করে শ্রীমতি লাম্বা বলেন, বিজেপি সব সময় তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ। হিমাচলে ক্ষমতায় এলে কংগ্রেস প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরনো পেনশন ব্যবস্থা চালু করবে।