April 19, 2025 | Saturday | 3:36 PM

হিরো কর্পোরেশনে আয়করের হানা

0

TODAYS বাংলা: হিরো কর্পোরেশনে বুধবার আয়কর দফতরের পদস্থ আধিকারিকদের দল একযোগে তল্লাশি চালায় সংস্থার ২৫টি দফতরে।

মুম্বইয়ের পাশাপাশি চেন্নাই এবং বেঙ্গালুরুতেও সংস্থার দফতরে তল্লাশি চালায় আয়াকর দফতর।
তল্লাশি চলে সংস্থার সিইও পবন মুঞ্জল-সহ বেশ কয়েকজন পদস্থকর্তার বাড়িতেও।

আয়কর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, সংস্থার গত চারবছরের আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র আয়কর দফতর বাজেয়াপ্ত করেছে।

সিইও-সহ সংস্থার পদস্থকর্তাদের বয়ানও রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। এই তল্লাশির ব্যাপারে সরকারিভাবে আয়কর দফতর বা হিরো মোটর কর্পোরেশন এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি।


সংস্থার বিরুদ্ধে উঠেছে কর ফাঁকির অভিযোগ তাই এই তল্লাশি।
আয়কর দফতরের এক পদস্থকর্তা জানান, সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগের পাশাপাশি বিদেশ সম্পত্তি গচ্ছিত রাখার অভিযোগ রয়েছে।
এই তল্লাশির জেরে দালালস্ট্রিটে সংস্থার শেয়ারের দাম একধাক্কায় অনেকটাই পড়ে যায়। একসময় হিরো কর্পোরেশেনের শেয়ার দাম উঠেছিল ৩১৪১.৫৫ টাকা। মঙ্গলবারের তল্লাশির ধাক্কায় শেয়ারের দাম কমে দাঁড়ায় ২,১৪৮টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *