১০১ নম্বর ওয়ার্ডে পাটুলী মোড়ে আজ অনুষ্ঠিত হলো বড়দিন
TODAYS বাংলা: বড়দিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। ৮ থেকে ৮০ সকলেই এই দিনে আনন্দ করে থাকেন। শুধু খ্রিস্টান নয় সকল প্রকার মানুষই এই উৎসবে যোগদান করেন। ১০১ নম্বর ওয়ার্ডে পাটুলী মোড়ে আজ বড়দিন উপলক্ষে ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে কেক তুলে দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনিও উপস্থিত ছিলেন।

এছাড়া বিশিষ্ট কিছু ব্যক্তিরা ছিলেন তারা হলেন বিধায়ক বাবুল সুপ্রিয় , বিধায়ক মলয় মজুমদার , সাংসদ মালা রায় , সাংসদ শুভাশিস চক্রবর্তী , আবীর চট্টোপাধ্যায়, ঈশা সাহা , পাওলি দাম, মিমি চক্রবর্তী , অরুনিমা ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, নচিকেতা । সকলের উপস্থিতি এবং সহযোগিতায় বড়োদিন খুবই আনন্দের সঙ্গে কেটেছে সবার ।

