April 20, 2025 | Sunday | 10:47 PM

১৫ই নভেম্বর আসছে টাইগার রাজিব এর টাইগার এক্সপ্রেস

0

১৫ই নভেম্বর অনলাইন ও ইউটিউব জগতে আসছে টাইগার এক্সপ্রেস নামে একটি উইটিউব চ্যানেল, সম্পূর্ণ ভিন্ন রকম আয়োজন নিয়ে হাজির হচ্ছে টাইগার এক্সপ্রেস,


এই বিসয়ে টাইগার এক্সপ্রেস এর CEO টাইগার রাজিব এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান,

১৫ই নভেম্বর আসছে টাইগার রাজিব এর টাইগার এক্সপ্রেস


টাইগার এক্সপ্রেস আমার অনেক দিনের সাধনা,ইন্ডাস্ট্রি জগতে অনেক খেটেছি, সেই ২০০০ সাল থেকে অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু হারিয়েছি,কথায় আছেনা?

কিছু পেতে হলে কিছু হারাতে হয়,বিশেস করে গত দেরটা বছর,অনেকের সাথে মিসেছি,অনেক কিছু শিখেছি,আবার অনেক কিছু হারিয়েছি,আমি আমার দেশকে ভালোবাসি, দেশের বাইরে যখন কাজ করি,এক সেকেন্ডের জন্য ভুলতে নারাজ আমি বাংলাদেশি মায়ের সন্তান,ভুলে জাইনা আমার নামের পরে ব্রাকেট এ লেখা থাকে “বাংলাদেশ”,

বরঞ্চ গর্ব করে বলি বাংলাদেশ আমার জন্মভূমি, কিন্তু গত দের টা বছরে আমার দেশের অনেক কিছুই দেখে আমি হতবাক,সব কিছু মাথায় রেখে ও দেশি শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে টাইগার এক্সপ্রেস এর সিদ্ধান্ত নিয়েছি, আমার এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশ ও ইন্ডিয়ার শর্ট ফিল্ম, নাটক এবং মুভি থাকবে,

এছারাও আমার এই চ্যানেলে পুরনো অ্যাক্টরদের পাশাপাশি নতুনরাও কাজের সুযোগ পাবে, সব শেসে এটাই বলবো, আমার এই চ্যানেল থেকে দর্শকরা ব্যতিক্রমী অনেক কিছুই পাবেন, আমি সকলের কাছে আমার এবং আমার টাইগার এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের জন্য দোয়া চাইছি, সবাই খুব খুব খুব ভালো থাকবেন ও সাবধানে থাকবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *