১৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ছট্ ব্রতিদের হাতে পুজোর সামগ্রী তুলে দিলেন
TODAYS বাংলা: বৃহস্পতিবার ১৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় সঞ্জয় শর্মা মহাশয়ের উদ্যোগে ছট পুজোর দ্রব্য সামগ্রীপ্রদান অনুষ্ঠানে আজ ছট্ ব্রতিদের হাতে গুরুত্বপূর্ণ পূজোর সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং সঞ্জয় শর্মা।এদিন প্রায় ৭০ জনকে ছট্ পূজোর সামগ্রী তুলে দেন তারা। জেলা সভাপতি জানান পূজোর আর বেশী দেরী নেই,আমাদের যতটুক সম্ভব আমরা করে যাচ্ছি।

সবাই ভালো করে পূজো করুক এটাই আমাদের প্রার্থনা। এদিন প্রায় একশো জনের মতন ছট্ ব্রতী উপস্থিত ছিলেন। আমরা প্রতিটি ওয়ার্ডের মানুষকে দিতে চেষ্টা করব। আমাদের লক্ষ সবাইকে খুশী করা। সবাই ঠিকমত পূজো করুক।