২০ বছর পর ফিরল গ্লোব সিনেমা হল!
TODAYS বাংলা: কুড়ি বছর পর চালু হল ধর্মতলার গ্লোব সিনেমা হল। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টিকিট কাউন্টার থেকে দেব তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন। পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে। গ্লোব সিনেমা নতুন করে খোলায় খুশি সিনেপ্রেমীরা।
