৩ ঘণ্টার ম্যারাথন জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে
Todays বাংলা: কয়লা চোরাচালান মামলার তদন্তে ইডি অফিসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ইডি সূত্রে খবর, বিনয় মিশ্রকে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি-র নজরে দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এই দুটি অ্যাকাউন্টেই টাকা স্থানান্তর হয়েছে বলে অভিযোগ।

ইডি দাবি করেছে, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের উত্তর মেলেনি।

এছাড়াও, তদন্তকারীরা গত ছয় মাসে কিছু নতুন তথ্য ও প্রমাণ উন্মোচন করেছেন। ইডি সূত্রে খবর, সেই কথা মাথায় রেখেই এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়।

অভিষেককে ইডি অফিসে তলব করা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ‘নারদা মামলায় শুভেন্দু আধিকারিকের নাম আছে । কিন্তু তারপরও তাকে ডাকা হচ্ছে না কেন? তাহলে যাঁরা বিজেপি ছেড়েছেন তাঁদের ডাকা হবে না? অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি আবারও পূর্ণ সহযোগিতা করবেন।
