৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতি- এর এবারের থিম ‘পাল্টায় মাধ্যম ওটুট থাকে বিনোদন’
TODAYS বাংলা: ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবারে ৫৭ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “আমি নারী, আমি অনি প্রাণ, সুজোলা সুফলা, বিশ্ব অভিজ্ঞান।”। তবে এবারে তাদের থিম হল ‘পাল্টায় মাধ্যম ওটুট থাকে বিনোদন’। তাদের এই থিমের ভাবনার কারণ সারা পৃথিবী জুরে বিনোদনের মাধ্যম পাল্টেছে কিন্তু বিনোদন শাশ্বত। মানুষের জীবনের সাথে সঙ্গীত নিবিড় ভাবে জড়িয়ে আছে। সঙ্গীত শ্রবণের বিভিন্ন মাধ্যমের ক্রমবিবর্তনকে মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ১৭ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জায় রয়েছেন অমরেশ দাস । শিল্পী হিসেবে রয়েছেন প্রতিমা শিল্পী প্রদীপ পাল। বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে রয়েছে সমাজের বিভিন্ন বিখ্যাত মহিলারা কান্তা চক্রবর্তী, চুমকি চট্টোপাধ্যায়, পৌলোমী চট্টোপাধ্যায় প্রমুখদের দিয়ে উদ্বোধন হবে এই পুজোর।
