April 19, 2025 | Saturday | 11:35 PM

শিলিগুড়িতে ১৪০০ এর বেশি মহিলাকে বিধবা ভাতা দিলেন মুখ্যমন্ত্রী

0

TODAYS বাংলা: আজ শিলিগুড়ির গোসাইপুরে উত্তরা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 1400এর বেশী মহিলাদের হাতে বিধবা ভাতা এবং বার্ধক্যভাতা তুলে দিলেন।

আজ উত্তরা ময়দানে ঠিক বেলা তিনটের সময় ভাষন দিতে ওঠেন মুখ্যমন্ত্রী।রামপুরহাট কান্ড এবং বিজেপীর অসাংবিধানিক কার্যকলাপের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকিয়ে রাখতে পারবে না কেউই।

বিজেপী রাজ্যে রামপুরহাট কান্ড নিয়ে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে কিন্তুু মানুষ তা হতে দেবে না।তৃনমুল কংগ্রেস মানুষের মনের ভিতরে ঢুকে গেছে তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনরকমের চালাকি করতে পারবেন না বিজেপী।

গত বিধানসভা এবং মিউনিসিপালটির ভোটে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার সব প্রমান করে দিয়েছে।এদিন মুখ্যমন্ত্রী আরো জানান যাদের কিছুই নেই বাংলাতে সেই সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে।

মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে চাইছে এই তিনটি দল।এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন শশী পাজা,ইন্দ্রনীল সেন বুলচিক বরাইক সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী আরো জানান উত্তরপ্রদেশ নির্বাচনে জীতে বিজেপী আবার নিজেদের আসল মুর্তি ধরেছে,কিন্তুু আগামী 2024এ বিজেপী দেশ থেকে বিদায় নেবে।মুখ্যমন্ত্রী এদিন পাহাড়ের হামরো পার্টির ভুয়সী প্রশংশা করেন এবং আগামী দিনে তাদের সবধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন।

মুখ্যমন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।মুখ্যমন্ত্রী আরো জানান এবারে শিলিগুড়ির মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে শিলিগুড়ি পুরসভা উপহার দিয়েছে এবারে মানুষকে তা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।তিনি আরো জানান আগামীতে রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির জন্য উন্নয়নের ঝুড়ি খুলে দেওয়া হবে।যেটা শিলিগুড়ির মানুষের ন্যায্য প্রাপ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *