১৬ই আশ্বিন শ্রী শ্রী গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে কুমারী পূজা
TODAYS বাংলা: শ্রীগুরু জয়, আগামী ১৬ই আশ্বিন,১৪২৯বঙ্গাব্দ,সোমবার ইং৩রা অক্টোবর, ২০২২খ্রীঃ কাঁচরাপাড়া পলাশী উঃ২৪পরগনার শ্রী শ্রী গিরিধারী আশ্রমে ১০৭তম মহাষ্টমী মহাযঞ্জ ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এই উৎসবে যোগদান করার জন্য সকল শিষ্য,শিষ্যা সহ ভক্ত সাধারণ কে সাদর আহ্বান করছি।–শ্রী শ্রী গিরিধারী আশ্রম সেবাইত বৃন্দ–শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী ও শ্রী শমিক চক্রবর্তী।
