2-0 এবং আজকে 8-1 এই হল সোজাসুজি পরিসংখ্যান তৃণমূল কংগ্রেসের সাথে গ্রাম পঞ্চায়েত
TODAYS বাংলা: 2-0 এবং আজকে 8-1 এই হল সোজাসুজি পরিসংখ্যান তৃণমূল কংগ্রেসের সাথে গ্রাম পঞ্চায়েত। মুল কান্ডারি এক বছর আগে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ। পরিশ্রম,সংযম এবং অধ্যাবসায় এই তিনটে মিলিয়ে যার নাম আসে তার নাম পাপিয়া ঘোষ।

মাঝখানে হেভিওয়েট প্রার্থী কাজল ঘোষের হারটা বাদ দিয়ে একশোর মধ্যে দুশো পাবেন এই নেত্রী। একঘেয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন জোয়ার যে তিনি এনে দিয়েছেন তা আপামর জনসাধারন মেনে নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে সঠিক মানুষকেই বেছে নিয়েছেন তা এই ফলাফলই প্রমান করে দেয়। পাপিয়া ঘোষের কাছে জিঞ্জাসা করলে তিনি জানালেন এই জয়ের কৃতিত্ব আমার একার নয় সবার।আর এটাই হয়ত তৃণমূল কংগ্রেসকে আগামীদিনে আরো ভালো ফলাফল করবার সাহস যোগাবে।তবে এটা একেবারেই সত্যি উত্তরবঙ্গের মানুষ একেবারে আলাদা এক নেত্রীকে পেয়েছেন যিনি শুধুমাত্র মানুষের পাশে থেকেই কাজ করতে পারবেন।তিনি আর কেউ নন পাপিয়া ঘোষ।আর এবারে মুখ্যমন্ত্রী হয়ত তাকে আরো বড় দায়িত্ব দিতে চলেছেন। যার পুরোপুরি দাবী করতে পারেন পাপিয়া ঘোষ। বর্তমানে উত্তরবঙ্গের অসংবদিত নাম। যাকে শুধুমাত্র কাজের মুল্য দিয়েই চেনা যায়।