কলকাতার হসপিটালে রোগীকে ২৪ লক্ষ টাকার বিল
TODAYS বাংলা: বিহারের এক বাসিন্দা বেশ কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে।
বিহারের ওই চিকিৎসারত বাসিন্দার নাম নবীজান বিবি।

গত ২৮ জানুয়ারি ৬৯ বছরের ওই বৃদ্ধা ভর্তি হন বেসরকারি হাসপাতালে।
তিনি ১০ মার্চ পর্যন্ত ভর্তি ছিলেন হাসপাতালে।
এরপর তাকে বিশ্বাস করানোর সময় স্তম্ভিত হয় হসপিটাল এর বিল দেখে।

বৃদ্ধার হসপিটালের বিল ২৪ লক্ষ ১৫ হাজার।
বৃদ্ধার পরিবার এর আগে হাসপাতালকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল অর্থাৎ বর্তমানে বকেয়া ১৮ লক্ষ ৬৫ হাজার।
ঠিক এই এত পরিমান বিপুল বিল দেখে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রকের কাছে দ্বারস্থ হন বৃদ্ধার স্বামী ইমাম হোসেন।

রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রকের চেয়ারম্যান অসীম কুমার বন্দোপাধ্যায় জানিয়েছেন হাসপাতাল এর বিভিন্ন খাতে অতিরিক্ত বেশি টাকা ধার্য করা হয়েছে।
হাসপাতাল কোন রকম অ্যাডভাইজারি মানেনি।
অতিরিক্ত দামে মেরোপেনেন, অ্যালবুমিন, হিউম্যান রোগীকে দেওয়া হয়েছে।

ইমাম হোসেন বলেন বকেয়া টাকা দিয়ে দেব কিন্তু যেন ন্যায্য ন্যায় হয়।
কমিশন জানিয়েছে বকেয়া ১৬ লক্ষ টাকা কিস্তিতে দিতে পারবে রোগীর পরিবার।
আনন্দপুর এর এই বেসরকারি হাসপাতালটি কেন কোন অ্যাডভাইজারি মানছে না সেটা খতিয়ে দেখতে যাবে কমিশনের ইনস্পেকশন টিম।