নিষিদ্ধ ওষুধ সহ শিলিগুড়ি থেকে গ্রেফতার ৩
TODAYS বাংলা: নিষিদ্ধ ওষুধ সহ আজ শিলিগুড়ি পুলিশ আজ শিলিগুড়ির খাপরাই মোড় এলাকা থেকে তিনজনকে আটক করেছে আজ সকালে।ধৃতরা শিলিগুড়ি এবং মালবাজারের বাসিন্দা।

ধৃতরা ওই নিষিদ্ধ ওষুধ ভুটানে পাচার করছিলো বলে জানা গেছে।মালবাজারের একটি গাড়ি শিলিগুড়ির খাপরাইল মোড় এলাকাতে অনেকক্ষন ধরে দাড়িয়ে থাকায় সন্দেহ প্রকাশ করেন ওই এলাকার স্থানীয় মানুষ।

তারা খবর দেন পুলিশকে।পুলিশ এসে গাড়ি সহ ওষুধ আটক করে।ধৃতরা তিনজনই বাঙালি।ধৃতদের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানবার চেষ্টা করছে পুলিশ।

প্রায় দু লক্ষ টাকার মতো ওষুধ পুলিশ আটক করেছে বলে খবরে জানা গেছে।এছারাও ধৃতদের কাছ থেকে বেশ কিছু দামী মোবাইল উদ্বার করেছে পুলিশ।এছারাও বেশ কয়েকটি চার্জারও পেয়েছে পুলিশ।
