৩১ নং ওয়ার্ডে দুস্থদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ
অর্পিতা মাইতি
TODAYS বাংলাঃ যুগের হাওয়ায় এখন আধুনিকতার ছোঁয়া তাই মানুষজন এখন জনসেবা করলেও সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য। তবে এইসমস্ত জিনিসপত্রগুলকে পেছনে ফেলে এগিয়ে চলেছে এখনকার যুব সমাজ। ৩১ নং ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে শ্রীভূমি বাজার এলাকায় গান্ধী স্কুলের নিকটে শহীদ পীযুষ চন্দ্র ঘোষের শহীদ বেদিতে দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল ছাত্র পরিষদ। এই অনুষ্ঠানে তারা এলাকার সমস্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্রদের বই বিতরণ করেছেন।
তারা প্রত্যেকেই প্রমান করে দিয়েছেন যে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ার বাইরেও আরও এক জীবন রয়েছে, সেই জীবন তারা উপলব্ধি করছে। তারা এও প্রকাশ করেছেন মানুশকে সাহায্য করে ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যেই শান্তি পাওয়া যায় সেই সুখ ও শান্তি আর কিছুতেই নেই। এই অনুষ্ঠানটি মূলত অরগানাইজ করেন গৌরজিত প্রামানিক, সঞ্চিতা চক্রবর্তী, অনির্বাণ ব্যানার্জী, সনজিত দেবনাথ, কৌশায়ান গাঙ্গুলি।