শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ যুবক
TODAYS বাংলা: একটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী।শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ঘোষপুকুর যাবার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর একটি ছয় চাকার ট্রাক গোপন সূত্রের খবরের ভিত্তিতে থামিয়ে তল্লাশি করে এই সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানা। ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ গাড়ির চালক সহ ৪ জন ব্যক্তিকে তল্লাশি করার পর তাদের কাছ থেকে ৫ রাউন্ড কার্তুজ ও একটি দেশি পিস্তল উদ্ধার করে।

ফাঁসিদেওয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মফিজুল ইসলাম,আসামের বাসিন্দা।অপর ধৃত মোহাম্মদ সামসুল, মোহাম্মদ রশিদ আলম ও মোহাম্মদ মোস্তাকাকিম নকশালবাড়ি এলাকার বাসিন্দা। ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছে।
