April 20, 2025 | Sunday | 6:15 PM

৪৫ তম বইমেলা চলছে বামফ্রন্টের মুখপাত্র গণশক্তি পত্রিকা কোন স্টল নেই

0

TODAYS বাংলা: কলকাতায় চলছে ৪৫ তম বইমেলা। এবারে একটি উল্লেখযোগ্য ব্যাপার ঘটেছে, এবারে প্রথম এমন হয়েছে বামফ্রন্টের মুখপাত্র গণশক্তি পত্রিকা কোন স্টল নেই। এ ব্যাপারে দোলা সেন জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার স্টল রয়েছে কিন্তু গণশক্তির স্টল নেই। তবে বামপন্থী যুব সংগঠনের স্টল রয়েছে এবারের বই মেলায়।

দোলা সেন আরও জানিয়েছেন তৃণমূল কখনো বইমেলায় রাজনীতি করে না। ওদেরকে আর কোন বাধা দেওয়া হয়নি স্টল করবার ব্যাপারে। আসলে নিজেদের পায়ের থেকে মাটি সরে গেলে যা হয়।

এবারে কলকাতা বই মেলায় জাগো বাংলার স্টলে প্রতিদিনই ভীড় উপচে পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই দারুন বিক্রি হচ্ছে এবার। প্রচুর ক্রেতা আসছেন প্রতিদিন জাগো বাংলা স্টল থেকে এইসব বইগুলি কিনবার জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *