April 20, 2025 | Sunday | 12:33 PM

বাড়ির ৯ জন সদস্যকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িজুড়ে‌

0

TODAYS বাংলা: বাড়ির ৯ জন সদস্যকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে রিতিমত নছরহীন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িজুড়ে‌। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন দক্ষিন আলতাগ্রাম ঝুমুর পাড়া এলাকায়। জানা গেছে সোমবার বিকেল থেকে ঝুমুর এলাকায় বাসিন্দা নারায়ন দাসের পরিবারের ৯ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন, তারা এর পর চিকিৎসাও করান। এর পর রাতে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।

আর সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ কিছু অর্থ সহ সোনাদানা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে আশেপাশের বাড়ির লোকজন তাদের সারা শব্দ না পেয়ে বাড়িতে এসে দেখেন, বাড়ির সবাই অচৈতন্য অবস্থায়,এর পর ঘরে ঢুকে দেখেন আলমারি ভাঙা সবকিছু তছনছ অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসীরা বুঝতে পারেন এর পেছনে রয়েছে রহস্য।তড়িঘড়ি তাদের

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *