শিলিগুড়ির পুরসভার কনফারেনস হলে সব কাউন্সিলার এবং কর্মীদের জন্য বুষ্টার ডোজের আয়োজন করা হয়েছিল
TODAYS বাংলা: শিলিগুড়ির মিউনিসাল কর্পরেশনের উদ্যেগে আজ শিলিগুড়ির পুরসভার কনফারেনস হলে সব কাউন্সিলার এবং কর্মীদের জন্য বুষ্টার ডোজের আয়োজন করা হয়েছিল। আজ সকাল থেকেই শিলিগুড়ি পুরসভাতে কাউন্সিলার এবং পুরকর্মীদের ভীড় শুরু হয়ে যায়।প্রথম বুষ্টার ডোজের টিকা দেন রঞ্জন সরকার।


উপস্থিত ছিলেন প্রায় সব দলের কাউন্সিলারই। প্রায় আড়াইশো জনকে বুষ্টার ডোজের টিকা দেবার ব্যাবস্থা করা হয়েছে,এদিন ডেপুটি মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন,মানিক দে,রঞ্জন শীলশর্মা এবং দুলাল দত্ত ছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য কাউন্সিলারেরা।