April 20, 2025 | Sunday | 1:40 PM

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় এক নয় বছরের বালক

0

TODAYS বাংলা: মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় এক নয় বছরের বালক ।
ঘটনার তিনদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মেলেনি খোঁজ । সেদিনের পর থেকে শিলিগুড়ির জলপাইমোড় থেকে ফুলবাড়ি ব্যারেজ পর্যন্ত লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

রবিবার শিলিগুড়ির মাটিগাড়া ২ অঞ্চলের এর পতিরাম জোত এলাকার রণদীপ কলোনীতে মহানন্দা নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহিত দাস । এরপর থেকে পরিবারের লোকেরা এবং প্রশাসনের তরফে খোঁজ শুরু হয়েছে । একদিকে চলছে খোঁজ , অন্যদিকে ছেলের জন্য কাতর হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিবারের লোকেরা।তাদের একটাই আকুতি তাদের সন্তানকে তাদের হাতে তুলে দেওয়া হোক। রোহিত প্রচণ্ড ভালো ছেলে বলে জানালেন তার বাবা মা। ইষ্কুলে তাদের ছেলে কোনদিনই প্রথম ছাড়া কিছু হয় নি।সে যেমন খেলাধুলোতে ভালো তেমনিই ভালো পারে আকতে। তাই তার নিখোজ হয়ে যাবার খবরে যেমন তার বাবা মায়েরা চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন।তেমনিই তার প্রতিবেশীরাও চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন। প্রায় কুড়ি জনের প্রতিবেশীদের একটি দল দিনরাত এক করে রোহিতকে খুজে বেড়াচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *