বৌমাকে দায়ের কোপ ও শ্লীলতহানির অভিযোগ শশুরের বিরুদ্ধে
TODAYS বাংলা: বৌমাকে দায়ের কোপ ও শ্লীলতহানির অভিযোগ শশুরের বিরুদ্ধে, থানায় অভিযোগ পুত্রবধূকে শ্লীলতহানির ও দা দিয়ে কোপ মারার অভিযোগ উঠলো শশুরের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দোমহনীর দাসপাড়া এলাকায়। এই ঘটনায় আহত হয়ে পুত্রবধূ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে ময়নাগুড়ি থানায় এসে শশুড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামেন ময়নাগুড়ি থানার পুলিশ।

জানা গেছে, ঐ পুত্রবধূর নাম কনিকা দাস। শনিবার সকালে তার শশুর মহেশ দাস তার কাছে ভাত খেতে চায়। কিন্তু গৃহবধূর "বৌমার হাতে ভাত খেতে গেলে, কপাল লাগে" এই কথা বলায় উভয়ের মধ্যে বচসা বাধে বলে অভিযোগ। পুত্রবধূর অভিযোগ, এর পর তার শশুর তাকে নোংরা ভাষায় গালি গালাজ করে এবং দা তার স্বামীকে কোপ মারতে গেলে পুত্রবধূর পিঠে এসে লাগে। ঘটনায় আহত হন ঐ পুত্রবধূ। এর পর তিনি ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় এসে শশুড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়াও প্রতিনিয়ত তার শশুর তাকে নির্যাতন চালায় বলে পুত্রবধূর অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বিয়ে হয় কণিকার। এরপর সেখানে পারিবারিক অশান্তি লেগে থাকতো বলে অভিযোগ। তাই তারা ভিন্ন খাওয়া শুরু করেন। কিন্তূ কিছু দিন আগে ফের একত্রিত হয়ে খাওয়া শুরু করলে শনিবার এই ঘটনা ঘটে। এরপর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন পুত্রবধূ কনিকা দাস। ময়নাগুড়ি থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নেমেছেন। যদিও সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে শশুর মহেশ দাস।