অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ডাকে উত্তর দিনাজপুর জেলায় সভার আয়োজন
TODAYS বাংলা:
শনিবার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ডাকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাজী গছ বট তলায় একটি মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন তারা তির ধনুক হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন,


মিছিলটি কাজীগছ প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে এলাকার বিভিন্ন পথ ধরে বট তলা প্রাঙ্গণে শেষ হয়,এবং সেখানে সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের আলোচ্য বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি ভিক্টর বারলা,ব্লক সম্পাদক দীনেশ লাকরা ,নিমাই উড়াও,অনিল সরদার,পুনিরাম ভগত প্রমুখ।

প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে এদিন মিছিল এর মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়, তারা বলেন দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন অঞ্চলে সহজ সরল আদিবাসীদের জমি একশ্রেণীর জমি মাফিয়া দখল করে চা বাগান করেছে।

আবার অনেকের জমি দীর্ঘদিন ধরে চা বাগান করে খাচ্ছে কিছু বাগান মালিক। এসব জমি উদ্ধারের জন্য এর আগে অনেক আন্দোলন হয়েছে।এছাড়াও এলাকার একটি পুরনো চা বাগানে আদিবাসীদের দীর্ঘদিনের দখলীয় জমির একশ্রেণীর জমি মাফিয়া বিক্রি করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আদিবাসী জমি বাঁচাও সংক্রান্ত ব্যাপারে তারা বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েও কোন কাজ না হওয়ায় এবার আন্দোলনে নামলেন তারা।

এরপরেও আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য জমি ফিরিয়ে দেওয়া সহ সমস্ত সমস্যার সমাধান না হলে বিভিন্ন প্রক্রিয়ায় আন্দোলনকে আরও বৃহত্তর করার ডাক দেওয়া হয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে অমিত জীবন রায়ের রিপোর্ট।