কুড়মালী ভাষায় পঠন পাঠনের দাবিতে স্মারকলিপি দেওয়া হল খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে
TODAYS বাংলা:
দেবনাথ মোদক,খাতড়া:- আদিবাসী কুড়মি সমাজ খাতড়া ব্লক কমিটির পক্ষ থেকে কুড়মালী ভাষায় পঠন পাঠনের দাবিতে স্মারকলিপি দেওয়া হল খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে। আজ ওই ডেপুটেশন দেওয়া হয়। ওই সংগঠন জানায়, ২০১৮সালে রাজ্য সরকার কুড়মালি ভাষাকে দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতি দিয়েছে। পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। আগামী শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় ছ মাসের সার্টিফিকেট কোর্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স চালু হবে।

এদিন খাতড়া ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রী সহ আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব ডেপুটেশনের মাধ্যমে কুড়মালি ভাষায় অনার্স ও পাস কোর্স চালুর দাবি রাখেন। ডেপুটেশনের পর কলেজ কর্তৃপক্ষ কুড়মালি ভাষায় পঠন পাঠনের জন্য যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আদিবাসী কুড়মি সমাজের যুগ্ম- সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাত, বাঁকুড়া জেলা সভাপতি ফুলচাঁদ মাহাতো, রাজ্য কমিটির সদস্য লক্ষীকান্ত মাহাত , খাতড়া ব্লক কমিটির সভাপতি সুশান্ত মাহাত , খাতড়া ব্লক কমিটির সম্পাদক কৃষ্ণপদ মাহাত সহ অন্যেরা।

এদিন ওই একই দাবিতে আদিবাসী কুড়মি সমাজের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে খাতড়ার এসডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়।
এবিষয়ে খাতড়ার এসডিও মৈত্রী চক্রবর্তী জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।