সোনা ব্যাবসায়ীদের উদ্যেগে একদিবসীয় রক্তদান প্রতিযোগীতা অনুষ্ঠিত হল শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে
TODAYS বাংলা: মঙ্গলবার শিলিগুড়ির ক্ষুদিরামপল্লীতে সোনা ব্যাবসায়ীদের উদ্যেগে একদিবসীয় রক্তদান প্রতিযোগীতা অনুষ্ঠিত হল শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে। এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দিয়ে গেলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশ গ্রহন করেন।এদিন প্রচুর উৎসাহী মানুষ এসে যোগদান করেন এই রক্তদান শিবিরে।

পরে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান প্রচুর উৎসাহী মানুষ আসেন এবং এসেছেন রক্তদিতে,দেখেই দারুন লাগছে। যারা যারা রক্তদান করলেন তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে জানালেন জেলা সভাপতি।