April 20, 2025 | Sunday | 5:37 PM

২১ জুলাইকে সামনে রেখে ব্লক২ যুব কংগ্রেসের উদ্যোগে আপু গার্ডেনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

0

TODAYS বাংলা:

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে ব্লক২ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি মাহবুবার রহমান গায়েন এর উদ্যোগে এবং মাথুর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের ব্যাবস্থাপনায় আপু গার্ডেনে একটি মহতী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃনমূল যুব কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম শেখ,জেলা পরিষদ সদস্যা ডলি কয়াল,অঞ্চল প্রধান বিজয়া পাইক,মাথুর অঞ্চলের প্রাক্তন প্রধান হবিবর রহমান বেগ,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া সহ মাথুর অঞ্চলের সকল সদস্য ও সদস্যা আরও অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে সকল দলীয় কর্মী সমর্থক।

সভায় কবিরুল ইসলাম শেখ বলেন ২১শে জুলাই আমরা দেখিয়ে দিতে চাই বাংলা অন্যায়ের কাছে মাথা নত করেনা। ২১ শে জুলাই ১৯৯৩ সালের শহীদ দের কথা ভুলিনি।

সারাভারত বর্ষে বি -জে -পি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার জন্য উসকানি দিচ্ছে।এ থেকে আমাদের সাবধান হতে হবে।তিনি আরও বলেন একশো দিনের কাজের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দলন করতে হবে। এবং এবছর ২১শে জুলাই ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষউ পস্থিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *