পার্থ চট্টোপাধ্যায়ের কঠোর শাস্তির দাবিতে আজ আলিপুরদুয়ারের ৫ মাইল বাজারে মিছিল ও পথ সভা করা হলো
TODAYS বাংলা: বর্তমানে পশ্চিমবঙ্গে আলোচিত প্রচুর যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি চুরি করা প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কঠোর শাস্তির দাবিতে আজ আলিপুরদুয়ারের ৫ মাইল বাজারে মিছিল ও পথ সভা করা হলো।আজ সকালে আলিপুরদুয়ারের বিজেপী মন্ডল সভাপতি সুবীর দাস এবং অঞ্চল সভাপতি অসীম অধিকারীর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করে বিজেপী। অসীম অধিকারী জানান লক্ষ লক্ষ ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল কংগ্রেস।

আর মুখ্যমন্ত্রী সবকিছু জেনেও চুপ করে বসে আছেন। পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েরা আজ অন্ধকারময় পরিবেশে নিজেদের জীবন কাটাচ্ছেন। আমরা চাই মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন এবং বাংলাকে রক্ষা করুন তৃণমূল কংগ্রেসের হাত থেকে।

কারন এই পরিস্থিতি যদি এক বছর আগে যায় তবে বাংলাতে কোন শিক্ষিত পরিবেশ থাকবে না।বিজেপীর আলিপুরদুয়ারের নারী মোর্চা পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভে বের হন।বিজেপীর পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে যদি দোষীদের শাস্তি না হয় তবে তারা আরো বড়সড় আন্দোলনে নামবেন।