April 20, 2025 | Sunday | 12:28 PM

দার্জিলিঙে GDNS হলে এক সেমিনারের আয়োজন করা হয় গোর্খা জনমুক্তি মোর্চা দলের তরফে

0

TODAYS বাংলা: পৃথক রাজ্য গোর্খাল্যান্ড নিয়ে শনিবার দুপুরে দার্জিলিঙে GDNS হলে এক সেমিনারের আয়োজন করা হয় গোর্খা জনমুক্তি মোর্চা দলের তরফে। এদিনের এই সেমিনারে উদ্বোধন করেন মোর্চা সভাপতি বিমল গুরুং ।

এদিন এই সেমিনারে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হলেও শুধুমাত্র অজয় এডওয়ার্ড এই সেমিনারে উপস্থিত ছিলেন । বাকি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে দেখা যায়নি। এদিন পাহাড়ে বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরাও এই সেমিনারে অংশগ্রহণ করেন ।

জানা গিয়েছে , সেমিনারে মূলত পৃথক রাজ্য গোর্খাল্যান্ড কেন প্রয়োজন এবং এই দাবি কতটা যুক্তিসম্মত তা নিয়ে আলোচনা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *