April 20, 2025 | Sunday | 3:57 AM

লক্ষীর ভান্ডার নিয়ে বিশেষ উদ্যোগ শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলরের

0

TODAYS বাংলা: লক্ষীর ভান্ডার পৌছে দিতে হবে প্রতিটি মহিলার ব্যাগে।তাই উদারান্ত পরিশ্রম করেছেন শিলিগুড়ির 14নং ওয়ার্ড কাউন্সিলার এবং বর্তমান এম আই সি শ্রাবনী দত্ত।এবারে শিলিগুড়ির 14নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়ে এই কাউন্সিলার কাজে ঝাপিয়ে পড়েছেন।

কাউন্সিলার হিসাবে শপথ নেবার একদিন পর থেকেই তার নিজের ওয়ার্ড অফিসে মানুষ ঝাপিয়ে পড়ছেন প্রকল্পের সূযোগ সুবিধাগুলি পাবার জন্য।আর হাসিমুখে তাদের সেই কাজগুলি করে দিচ্ছেন শ্রাবনী দত্ত।

জানালেন আমার ওয়ার্ডের মানুষ আমাকে ভোটে জিতিয়ে দিয়েছেন এবং কোন প্রতিকুলতাকেই তারা মাথায় রাখেন নি,কাজেই আমার প্রথম দায়িত্ব তাদের সুবিধা এবং অসুবিধার দিকে নজর রাখা।তাই আমি তাদের ঠিকমত সুবিধা দিতে পারছি কি না সেটাই প্রথমে দেখবো।

শিলিগুড়ির 14নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত।দিন দিন তার জনপ্রিয়তা শুধু শিলিগুড়িতেই নয় এখন কলকাতাতেও আলোচনা হচ্ছে।মানুষকে সন্মান করেন,তার ব্যাবহার ভালো এবং প্রচণ্ডভাবে মানুষকে সাহায্য করেন এই তিনটে বিশেষন যুক্ত আছে শ্রাবনীর সাথে।

তিনি মানুষকে ফিরিয়ে দেন না এবং তার কাছে আসলে কেউ হতাশ হয় না।”এই সব প্রশংসনাই আমার শক্তি জানালেন শ্রাবনী।যিনি সবসময় সত্যের পাশে থেকেছেন,কোন অন্যায়কে প্রশ্রয় দেন নি,যার একমাত্র কাজই হল কাজ করা।এম আই সি হবার পরে আমার প্রচণ্ড ব্যাসততা বেড়েছে।

MICহবার পরে আমাকে রোজ 6/7ঘন্টা সময় দিতে হয়।তাই আমার ওয়ার্ড অফিসে আসতে একটু দেরী হয় জানালেন শ্রাবনী দত্ত।আমার বিশ্বাস আছে আমি ওয়ার্ড অফিস এবং আমার এম আই সির দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারবো জানালেন শ্রাবনী দত্ত বিজয়ীনি শিলিগুড়ির 14নং ওয়ার্ডের পুরমাতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *