পায়ে হেঁটে কাকদ্বীপ থেকে শাজাহান শেখ সহ তৃণমূলের মোট তিনজন যুবক ধর্মলতায় শহীদ স্মরণে যোগদিতে চলেছেন
TODAYS বাংলা, বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- একুশে জুলাই ধর্ম তলায় শহীদ স্মরণ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তিন জন সদস্য পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই ধর্ম তলায় শহীদ স্মরণ দিবস পালন করে আসছে,বিগত দুই বছর করোনা পরিস্থিতি মহামারীর কারণে ভার্চুয়াল একুশে জুলাই শহীদ দিবস পালিত হয়। এবছর করোনার আতঙ্ক কাটিয়ে উঠে আবারও ধর্মতলায় জাকজমোক ভাবে অনুষ্ঠিত হতে চলেছে একুশে জুলাই শহীদ স্মরণ দিবস।

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস কর্মীরা একুশে জুলাই কে সফল করতে তাদের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছেন। ১৯৯৩ এর একুশে জুলাই এর ১৩ জন শহীদ কে সম্মান জানাতে তাদের স্মরণে এদিন কাকদ্বীপ থেকে শাজাহান শেখ সহ তৃণমূল কংগ্রেসের মোট দুই জন সদস্য পায়ে হেঁটে একজন ভেন ওয়ালা কে সঙ্গে নিয়ে শহীদ স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন । তাদের উৎসাহ বাড়াতে ডা:হা:২ নম্বর ব্লকের যুব নেতা তথা সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা তিন জন তৃণমূল কংগ্রেসের সদস্যর সঙ্গে দেখা করে তাদের রাত্রে থাকা ও খাওয়ার ব্যাবস্থা করেন সরিষায় ।

যুব নেতা শামীম আহমেদ মোল্লা বলেন তৃণমূলের যুবক যে ৩ জন সদস্য দুইজন পায়ে হেঁটে একজন ভেন ওয়ালা কে সঙ্গে নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল।যুব নেতা তার বিশ্বাস কাকদ্বীপ থেকে কলকাতার ধর্মতলা প্রায় ৯০ কিলোমিটার পথ নির্বিঘ্নে অতিক্রম করে কাকদ্বীপ এর ৩ জন যুব তৃণমূলের সদস্য তাদের ২১শের আবেগ ঠিকই ধর্মতলায় শহীদ স্মরণ দিবসে পৌঁছাবেন ।
